পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়
ধনু- সন্তানের কাজের ফলে মনে কষ্ট থাকবে। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সময় কাটবে। যাত্রা করতে পারেন। ব্যবসায় নতুন সুযোগের ফলে লাভ হবে।
মকর- আপনার নিকটাত্মীয়রাই আপনার উন্নতি কামনা করেন না, তাই সতর্ক থাকুন। সততার সঙ্গে নিজের কাজ পুরো করুন। কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে। আর্থিক সমস্যার সমাধান হবে।
কুম্ভ- অসুস্থ হয়ে পড়তে পারেন। বিদ্যুৎ উপকরণ কিনতে পারেন। গাড়ি ও যন্ত্রের ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন।
মীন- ব্যাকুল ভাবে কারও উত্তরের প্রতীক্ষায় রয়েছেন। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পড়ুয়ারা সফল হবে। দাঁতের সমস্যা দেখা দিতে পারে। পরিশ্রম অনুযায়ী ফল লাভ করবেন না।