Bootstrap Image Preview
ঢাকা, ১৬ রবিবার, জুন ২০২৪ | ২ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বস্তুর সঙ্গে যৌনতা, ব্রিফকেসকে বিয়ে করলেন রাশিয়ান সুন্দরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ০১:৩৬ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০, ০১:৩৬ PM

bdmorning Image Preview


তার তীব্র যৌন আকর্ষণ বস্তুর প্রতি। ২৪ বছরের রাশিয়ান সুন্দরী তাই সেই পছন্দের তালিকা থেকে বেছে বিয়ে করলেন একটি ব্রিফকেসকে। সাধ করে সেই ব্রিফকেসের একটি নাম ‘জিডিওন’ও দিয়েছেন তিনি।

পরিভাষায় এই আসক্তিকে বলা হয় অবজেক্টোফেলিয়া, অর্থাৎ বস্তুর প্রতি আকর্ষণ। শুধু আকর্ষণ বললে ভুল হবে, তিনি বস্তুর সঙ্গে অবলীলায় লিপ্ত হন যৌনতায়, গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।

মস্কোর বাসিন্দা এই মহিলার নাম রেইন গর্ডন। তিনি বিভিন্ন বস্তুর প্রতি যৌন আকর্ষণ বোধ করেন। তেমনই কয়েকদিন ধরে একটি ব্রিফকেসের প্রতি আকর্ষণ বোধ করছিলেন তিনি। শেষে সেই ব্রিফকেসকেই বিয়ে করলেন গর্ডন। গত জুন মাসে বন্ধুদের ডেকে বিয়ের অনুষ্ঠানও করেছিলেন তিনি।

বস্তুকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া শুরু হয়েছিলো ২০১৫ সালে। সেই বছরই নভেম্বর মাসে একটি দোকানে এই ব্রিফকেসটি পান তিনি। দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন বলে দাবি তার। তাদের মধ্যে যৌন মিলনও হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বলেছেন, ‘মাঝে মাঝে মনে হয় জিডিওন (ব্রিফকেস) আমাকে অনেক বেশি চেনে। আমারা মনে মনে কথা বলি। ও আমায় শুনতে পায়, আমিও ওকে শুনতে পাই। আমার জীবনে ও সঙ্গীর চেয়েও অনেক বড়।’

এই ঘটনা জানাজানি হওয়াতে অনেকেরই চোখ কপালে উঠেছে। এমনও যৌন সম্পর্ক হয়? অতীতে গর্ডনের পুরুষ সঙ্গী ছিলেন। কিন্তু তাদের প্রেম ভেঙে যায়। তারপর থেকেই বস্তুর প্রেমে বুঁদ হয়ে আছেন গর্ডন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Bootstrap Image Preview