Bootstrap Image Preview
ঢাকা, ২৫ সোমবার, সেপ্টেম্বার ২০২৩ | ১০ আশ্বিন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করোনায় আক্রান্ত মাহিরা খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১১:০৩ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ১১:০৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


করোনায় আক্রান্ত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

রবিবার (১৩ ডিসেম্বর) মাহিরা খান সামাজিক মাধ্যমে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধও করেছেন।

এই অভিনেত্রী লেখেন, ‘কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে আমার। আমি এখন আইসোলেশনে রয়েছি এবং গত কয়েকদিন ধরে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও বিষয়টি জানিয়েছি। আমার উপর করোনার প্রভাব মোটামুটি ছিল, কিন্তু শিগগিরই আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো, ইনশাআল্লাহ। দয়া করে সবাই মাস্ক পরুন এবং নিয়ম মেনে চলুন।’

কদিন আগেই ‘নীলফার’-এর শুটিং সম্পন্ন করেছেন মাহিরা। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফাওয়াদ খান। ২০১২ সালের পর ব্লকবাস্টার ছবি ‘হামসাফার’-এর পর তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করেছেন এই জুটি।

Bootstrap Image Preview