Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অভিনেতা হওয়ার স্বপ্নে বিভোর জুনায়েদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০১:৩৪ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ০১:৩৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ দেশীয় টেলিভিশনের প্রগতিশীল অভিনেতা আরফিন জুনায়েদ। ২০১৫ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে মিডিয়ায় কাজ শুরু করেন। এরপর অল্প সময়ের মধ্যে নির্মাতাদের নজর কাড়েন তিনি।

২০১৬ সালে তপু খান পরিচালিত ‘ইটস মাই লাইফ’ নাটকে অভিনয় করেন জুনায়েদ। তারপর আর থেমে থাকতে হয়নি। এরইমধ্যে বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি মডেলিংয়েও নাম লিখিয়েছেন। কাজ করছেন ফ্যাশন ফটোশুটে। বর্তমানে জুনায়েদের হাতে দুটি ওয়েব সিরিজ ও দুটি টেলিভিশন নাটকের কাজ রয়েছে। আসছে বিজয় দিবসে তার অভিনীত একটি নাটক মুক্তি পাবে।

জুনায়েদ বলেন, ‘ছোটবেলা থেকে দেশের জন্য কিছু করব এমন ভাবনা লালন করছি। আর তাই আমি একজন ভালো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি। আপাতত ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত আছি। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে চাই।‘

প্রসঙ্গত, শৈশবে বাবা-মায়ের সঙ্গে সৌদি আরবে পাড়ি জমান জুনায়েদ। সেখানেই তার বেড়ে ওঠা। ছোটবেলায় ক্রিকেটের প্রতি দারুণ আগ্রহ ছিলো তার। স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। গোপালগঞ্জের ছেলে হওয়ায় মাশারিফ বিন মতুর্জার সান্নিধ্য পেয়েছেন জুনায়েদ। তার ক্রিকেটপ্রীতি দেখে মাশরাফি তাকে উৎসাহ দিতেন। কিন্তু হঠাৎ ইনজুরিতে পড়ার কারণে ক্রিকেট নিয়ে সব স্বপ্ন ভেঙে যায় জুনায়েদের। তারপর থেকেই অভিনয়কে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেন তিনি।

Bootstrap Image Preview