Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, জুলাই ২০২৪ | ৯ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুক সনাক্ত করলো বাংলাদেশি দুই হ্যাকার গ্রুপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১১:৩৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০২০, ১১:৩৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বাংলাদেশি দুটি হ্যাকার গ্রুপকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

শুক্রবার (১১ ডিসেম্বর) লম্বা সময় নজরদারির পর ফেইসবুক কর্তৃপক্ষ তাদের নাম প্রকাশ করেছে।

হ্যাকার গ্রুপ দুটি হলো - ডন'স টিম যা ডিফেন্স অব নেশন নামে পরিচিত ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন।

ফেসবুক এক বিবৃতিতে জানায়, ‘এই দুটি গ্রুপের লক্ষ্যই থাকে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায় ও অভিবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করা।’

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানায়, ‘সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিলো গ্রুপগুলো। ই-মেইল এবং ডিভাইস হ্যাকিংয়ের পর ফেসবুকের অ্যাকাউন্ট রিকভারি প্রক্রিয়া ব্যবহার করে তারা ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার কাজটিও করে থাকে।’

এক্ষেত্রে সন্দেহজনক লিংকে ক্লিক করা এবং নির্ভরযোগ্য নয় এমন উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview