Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হাবিবকে ঢাকার সব সম্পত্তি লিখে দিলেন ফেরদৌস ওয়াহিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ০৩:০৭ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০২০, ০৩:০৭ PM

bdmorning Image Preview


জনপ্রিয় পপগায়ক ফেরদৌস ওয়াহিদ আগামী বছর থেকে আর নতুন কোনো গানে কণ্ঠ দেবেন না। তাই ঢাকা শহরেও আর থাকছেন না তিনি। কিছুদিন আগে স্থায়ীভাবে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে চলে গেছেন। যাওয়ার আগে ঢাকায় তার নামের সব সম্পত্তি একমাত্র ছেলে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদকে লিখে দিয়েছেন। 

এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঢাকায় আমার যা কিছু আছে সেসব হাবিবই দেখাশোনা করত। যেহেতু আমি এখন আর ঢাকায় থাকি না, তাই এসব সম্পত্তি হাবিবকে লিখে দিয়েছি। আমি এখন গ্রামের বাড়িতেই থাকছি। ঢাকায় এলে হাবিবের ওখানে অবস্থান করি।

যতদিন বেঁচে আছি ততদিনই গ্রামে থাকতে চাই। গ্রামে কৃষি কাজে মনোনিবেশ করেছি। তবে তা বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। এছাড়া কিছুদিন আগে একটি ওয়েব ফিল্ম নির্মাণ শুরু করেছি। এভাবেই নানা কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখে জীবনযাপন করতে চাই।’ এদিকে গতকাল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন এ সঙ্গীতশিল্পী। চলতি মাসেই আরেকটি সংগঠন থেকে আজীবন সম্মাননা পাবেন তিনি।

Bootstrap Image Preview