বিশ্বের নানাপ্রান্তের ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল থেকেই এ অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মেসেঞ্জারে এ সমস্যার সমাধান হয়নি। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, দক্ষিণ আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।