Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইতালিয়ান কিংবদন্তি পাওলো রসি আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১০:৪৮ AM
আপডেট: ১০ ডিসেম্বর ২০২০, ১০:৪৮ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইতালিয়ান ফুটবল কিংবদন্তি পাওলো রসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে ইতালিয়ান টিভি আরএআই স্পোর্ট জুভেন্টাস ও এসি মিলানের সাবেক এই তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৮২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। স্পেনের আয়োজিত ওই আসরে গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটোই অর্জন করেছিলেন রসি। একই বছর জিতে নেন ব্যালন ডি’র শিরোপা। ক্যারিয়ারে ‍দুটি সিরি আ’ এবং একটি করে ইউরোপিয়ান কাপ ও কোপা ইতালিয়া জিতেছিলেন তিনি। ইউরোপিয়ান উইনার্স কাপ, উয়েফা সুপার কাপ ও ইউরোপিয়ান কাপের শিরোপা রয়েছে তার নামের পাশে।

১৯৭৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। ১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলেছেন মোট ৪৮ ম্যাচ। গোল তুলেছেন ২০টি।

১৯৮২’র বিশ্বকাপে ইতালির জার্সিতে একাই ছয় গোল করে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ফিফা ঘোষিত ১০০ কিংবদন্তির মধ্যে পাওলো রসি একজন। ২০১৬ সালে ইতালিয়ান ফুটবল তাকে ‘হল অব ফেম’ হিসেবে ঘোষণা করে। সবশেষ স্কাই স্পোর্টসসহ বিভিন্ন গণমাধ্যমে ফুটবল বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

Bootstrap Image Preview