পরপর ১৪ বার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার পরে ১৫তম বার করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।
ফারুক জানান, ‘করোনা আক্রান্ত হয়ে গত ১৬ই নভেম্বর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। টানা নয়দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। এখন পুরোপুরি সুস্থ আছেন। তবে চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘অসুস্থ হওয়ার পর ভেবেছি কীভাবে এবং কত তাড়াতাড়ি ভালো হবো। সত্যি বলতে কী আমি কখনো ভয় পাইনি। একদম করোনা মহামারি শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত অসংখ্যবার আমি সরাসরি ত্রাণ দিয়েছি। সর্বশেষ ত্রাণ দিয়েছি পিপিই পরে। এ সময় মনে হলো একটু ঝুঁকি নিয়ে ফেলেছি। হাজার লোকের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকি থেকেই যায়। ওইদিন থেকে মনে হলো হয়তোবা কোনো সমস্যা হতে পারে। পরবর্তীতে ঈদ চলে আসে। ঈদের সময় আমার এক শুভাকাঙ্ক্ষী সাড়ে তিন হাজার লোককে জড়ো করে আমার মাধ্যমে ত্রাণ বিতরণ করায়। আমাকে বলা হয় আপনি দেবেন। এরপর আর আমি কোথাও যাইনি। ইচ্ছে করেই ঘরে বসে ছিলাম। এই বসাটাই কিন্তু মনে হয় আমাকে পেয়ে বসেছে।’
তিনি বলেন, ‘প্রথম টেস্ট করালাম নেগেটিভ এসেছে। ঈদের তিনদিন পরে আবার টেস্ট করালাম। এবারও নেগেটিভ। এভাবে আমি টেস্ট করিয়েছি প্রায় ১৪ বার। প্রত্যেকবারই নেগেটিভ। এরপরে কীভাবে পজেটিভ হয় জানি না আমি।’