Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার জিতে নিলেন সুনেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ১০:৫৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ১০:৫৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


র‌্যাম্প থেকে ২০১১ সালে মডেলিং শুরু করেন সুনেরা বিনতে কামাল।  চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত  ‘ন ডরাই’  ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এ অভিনেত্রীর।

ক্যারিয়ারে প্রথম ছবি ‘ন ডরাই’তে অভিনয় করেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ নিজের করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দেশের সবচেয়ে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর পূর্ণাঙ্গ তালিকায় শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে অভিনেত্রী সুনেরা বিনতে কামাল।

সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পেরেছে শ্রোতা-দর্শকরা। তবে এ ভাষা জনসাধারণ যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।

কিভাবে এই ছবির সঙ্গে যুক্ত হন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘রাজকুমার’ গানের মিউজিক ভিডিওর কাজ করার সময় নির্মাতা তানিম আহমেদ অংশু ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছিলেন তিনি। সেই সিনেমাটির জন্য আমার নাম প্রস্তাব করেন। এরপর নির্মাতা-প্রযোজকরা আলোচনা করে আমাকে নেয়ার সিদ্ধান্ত নেন। মাঝে আমি দুইটা ছবির অফার পেয়েছিলাম কিন্তু না করে দিয়েছিলাম। কারণ আমি একটা ভালো গল্প খুঁজছিলাম। এই ছবির অফার পাওয়ার পর স্ক্রিপ্ট পড়ে দেখলাম আমি এতদিন যার জন্য অপেক্ষা করছিলাম সেরকম একটি গল্পই পেলাম। এরপর রাজি হয় সিনেমাটিতে কাজ করতে।’

Bootstrap Image Preview