Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমি ট্রান্সজেন্ডার’, বিস্ফোরক স্বীকারোক্তি অভিনেত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১১:৪৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০২০, ১১:৫৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


অস্কার মনোনীত অভিনেত্রী এলেন পেজ নিজেকে রূপান্তরকামী হিসেবে ঘোষণা দেওয়ার পর উত্তাল সোশ্যাল মিডিয়া।

মঙ্গলবার (১ ‍ডিসেম্বর) নিজের টুইটার হ্যান্ডলের নাম পাল্টে এলিয়ট করে ফেলেন এই তারকা।

সোশ্যাল মিডিয়ো পোস্টে তিনি লেখেন- ‘আমি গর্বিত আমি রুপান্তকামী, এবং ভালোবাসি যে আমি বিচিত্র। আমার নাম এলিয়ট।’

নেটদুনিয়ার সর্বত্র এলেন পেজ হয়ে গেলেন এলিয়ট পেজ। এবার থেকে নিজেকে পুরুষ হিসেবেই সকলের কাছে পরিচয় দেবেন হলিউড তারকা।

নোভা স্কোটিয়ার এই বাসিন্দা দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে ট্রান্সজেন্ডার হিসাবে নিজের পরিচিতি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত এবং তাঁর নাম পরিবর্তন থেকে গোটা জার্নি সম্পর্কে বিস্তারিত পোস্ট করেন।

৩৩ বছর বয়সী অভিনেতা জানান, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারব না এই অনুভূতিটা, কী দুর্দান্ত একটা ভালোলাগা যে নিজেকে সঠিকভাবে আমি মেলে ধরতে পারছি,আমার আসল সত্ত্বা এটা।’

তিনি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন- ‘আমি ভীষণরকমভাবে অনুপ্রাণিত ট্রান্স কমিউনিটির বহু মানুষজনের দ্বারা। তোমাদের সকলের সাহসের জন্য ধন্যবাদ, তোমাদের উদারতা, এবং নিরবচ্ছিন্নভাবে এই পৃথিবীটাকে আরও অন্তর্ভূক্ত এবং সহমর্মী করে তোলবার তোমাদের প্রয়াস আমাকে অনুপ্রাণিত করে।’

তিনি আরও লেখেন, ‘নিজেকে হি (He) হিসাবেই মেলে ধরতে চান। সবচেয়ে নিজের নতুন নাম যোগ করেন- এলিয়ট। অর্থ্যাৎ এলেন পেজ এখন থেকে এলিয়ট পেজ।’

মাত্র ১০ বছর বয়সে হলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন এলেন ওরফে এলিয়ট। টেলিভিশন সিরিজ ‘পিট পনি’র মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। নিজের চরিত্রের জন্য সেরা শিশুশিল্পী হিসেবে একাধিক পুরস্কার পেয়েছিলেন।

২০০২ সালে সিনেমার জগতে এলেন হিসেবে যাত্রা শুরু করেন মুক্তি পাওয়া ‘মারিয়ন ব্রিজ’ ছবির মাধ্যমে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘জুনো’ ছবিতে এক অন্তঃসত্ত্বা কিশোরীর চরিত্রে অভিনয় করে। তারপর থেকে একাধিক সিনেমায় অভিনয় করেছেন পেজ। নেটফ্লিক্সের ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’ সিরিজে তিনি অভিনয় করছেন ভানিয়া নামের এক তরুণীর চরিত্রে।

২০১৪ সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেছিলেন পেজ। বর্তমানে তাঁর প্রেমিকা নৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার এমা পর্টনার। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন পরিচয় ঘোষণার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তায় ভেসে যান এলিয়ট। এলেন ডিজেনারেস, হিউ জ্যাকমান, অ্যানা কেন্ড্রিকে, প্যাট্রিসিয়া আর্কোয়েটের মতো তারকারা তার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানান।

নেটফ্লিক্সের ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’-তে অভিনয় করেছেন এলিট। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেটফ্লিক্সও। এছাড়াও লিঙ্গবৈষম্য নিয়ে সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত একাধিক সংগঠন তাকে শুভেচ্ছা জানান।

Bootstrap Image Preview