Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করোনা নয়, ক্যানসারে বাবা হারালেন আফরান নিশো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ০৩:৩৬ PM
আপডেট: ০১ অক্টোবর ২০২০, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


করোনাভাইরাস নয়, ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘বেশিরভাগ সংবাদমাধ্যমে খবর এসেছে আঙ্কেল করোনায় মারা গেছেন। এটা শতভাগ ভুল তথ্য। আঙ্কেল অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর কারণও সেটি। উনার মধ্যে করোনা সিম্পটমও ছিলো না।’

জানা গেছে, মো. আব্দুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরিয়ান বেলা ১২টার দিকে পারিবারিক বরাত দিয়ে জানান, ‘নিশো ভাইসহ পরিবারের অন্য সদস্যরা এখন হাসপাতাল থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সেখানেই পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

পারিবারিক সূত্র জানায়, আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থান ছাব্বিশায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

আবদুল হামিদ মিয়া ভোলা একজন মুক্তিযোদ্ধা। এ ছাড়া ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম, উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview