Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে থিতু হবার স্বপ্ন দেখছেন রিয়া বর্মণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১২:১৫ PM
আপডেট: ২৫ জুন ২০২০, ১২:১৫ PM

bdmorning Image Preview


মডেল রিয়া বর্মণ শোবিজে যাত্রা গত বছরের সেপ্টেম্বরে। শুরুতে কাজ করলেও মাঝে কয়েকমাস বন্ধ ছিল পড়ালেখার জন্য। ফের নিয়মিত হয়েই নজর কেড়েছেন এই তরুণী মডেল। সম্প্রতি কাজ করেছেন নাটকেও। অভিনয় নিয়েই স্বপ্ন দেখছেন রিয়া।

রিয়া বর্মণ আসছে ঈদের কয়েকটি নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি এরই মধ্যে অভিনয় শুরু করেছি। আনিসুর রহমান রাজিবের সময়ের গল্পে কাজ করেছি।

তিনি আরও বলেন, ভারতের কিশোর দের গানে মডেল হয়েছি। সে ধারাবাহিকতায় আগামী ঈদে কয়েকটি নাটকে আমাকে পাবেন দর্শকরা।

নারায়নগঞ্জের মেয়ে রিয়া বর্মণ তোলারাম কলেজে উচ্চ-মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছেন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে থিতু হবার স্বপ্ন তার।

এখন পর্যন্ত স্থিরচিত্রের মডেল হলেও টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপনে কাজ করবেন বলে জানিয়েছেন এ তরুণী। 

উল্লেখ্য, এরই মধ্যে রিয়া কাজ করেছেন মেহেদি মার্ট, ইরানি বোরকা,সাফরিন'স ক্লথস ইত্যাদির মডেল হিসেবে।  

Bootstrap Image Preview