করোনাকালে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে সাকিব ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে এসেছে তাদের দ্বিতীয় সন্তান।
সাকিবের দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা শিরিন রেজা। সাকিবের মা বলেন, ‘বিকেল সাড়ে ৪টায় ভিডিও কলে আমাদের পরিবারের নতুন অতিথিকে দেখেছি। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে। পরিবারের সবার জন্য এটা খুশির খবর। তবে করোনার কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে। আশা করি, মেয়েটা আমাদের জন্য সুখবর নিয়ে এসেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।’
সাকিব যে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যামে জানিয়ে দিয়েছিলেন। গত ৭ এপ্রিল নিজের অফিসিয়াল ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার তার বড় মেয়ে আলায়নার এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বিগ সিস্টারহুড।’
এর আগে নিউইয়র্কে ২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব-শিশির দম্পতির ঘরে জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তান আলায়নার। সেবার যুক্তরাষ্ট্রের পথে থাকতে বাবা হওয়ার খবর পান সাকিব। এবার সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।