Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, জুলাই ২০২৪ | ১ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনার মধ্যে ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন রেসলিং তারকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ০১:৪১ PM
আপডেট: ২১ এপ্রিল ২০২০, ০১:৪১ PM

bdmorning Image Preview


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। তাই এই সময়টায় অনেক ক্রীড়াবিদ ঘরবন্দি হয়েই সময় কাটাচ্ছেন। তাদের মতো ঘরবন্দি অস্ট্রিয়ার রেসলিং তারকা উইলহেম অটও। আর এ সুযোগে ইসলাম গ্রহণ করেন ফেলেন তিনি। নতুন নাম রাখলেন খালিদ অট।

গত ১৬ এপ্রিল নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দেন উইলহেম অট।

এ ব্যাপারে ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় উইলহেম জানান, ইসলাম তার মানসিকতায় গেঁথে ছিল গত কয়েকটি বছর ধরেই। কিন্তু সময়ই বের করতে পারছিলেন না এ নিয়ে স্টাডি করার, জানা-শোনা করার। অবশেষে কোয়ারেন্টিনে থেকে নিরবচ্ছিন্ন অবসর খুঁজে পেয়েছেন। সেখানেই তিনি খুঁজে পেলেন ইসলামের সৌন্দর্য।

উইলহেম অট বলেন, ‘আমি নিজেকে রাজনৈতিক মনোভাবাপন্ন হিসেবে গড়ে তুলতে চাই। তবে, যখন আমি খুব কঠিন সময় অতিবাহিত করি, তখন ইসলাম আমাকে শক্তি যোগায়।’

Bootstrap Image Preview