Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১৮ মাসেই তৈরি হতে পারে করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১২:২৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১২:২৬ PM

bdmorning Image Preview


প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিনটি ১৮ মাসেই তৈরি হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে, চীনে করোনাভাইরাসের বিস্তার বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য ভয়াবহ হুমকি হতে পারে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানোম ঘেব্রেয়েসুস এক বিবৃতিতে বলেন, এই করোনাভাইরাসকে জনগণের জন্য এক নম্বর শত্রু হিসেবে দেখা উচিত।

সংস্থারটির প্রধান বিভিন্ন দেশকে এই ভাইরাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। কমপক্ষে ৩০টি দেশের স্বাস্থ্য ব্যবস্থা খুবই দুর্বল। সেখানে এই ভাইরাস ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগের নাম দেওয়া হয়েছে কোভিড-১৯। নতুন এ ভাইরাস থেকে সৃষ্ট রোগ এখন থেকে কোভিড-১৯ নামেই পরিচিত হবে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন পর্যন্ত চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১১৩ জন। অপরদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬ শ ৫৩ জন। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে।

এদিকে করোনাভাইরাসে প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি বৈঠকে বসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। এই বিষয়ে দু'দিন বৈঠক হবে। এই ভাইরাস থেকে সৃষ্ট রোগের ভ্যাকসিন তৈরির বিষয়েও আলোচনা হবে।

তেদ্রোস বলেন, প্রথম ভ্যাকসিনটি ১৮ মাসের মধ্যেই তৈরি হতে পারে। ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত আমাদের এখন এমন সব কিছু করতে হবে যেন আমরা এই করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। করোনাভাইরাসে আক্রান্তদের ৯৯ ভাগই চীনের নাগরিক।

Bootstrap Image Preview