Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, ডিসেম্বার ২০২৩ | ২০ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ম্যান ভার্সেস ওয়াইল্ড এবার বিরাট কোহলি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:২৫ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:২৫ PM

bdmorning Image Preview


বেয়ার গ্রিলসের সঙ্গে ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করবেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যান। ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর বিশেষ ১৪টি সিরিজের শুটিং করতে ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অ্যাডভেঞ্চরার গ্রিলস।

সোমবার ভারতে পৌঁছে দক্ষিণের ‘থ্যালাইভা’ রজনীকান্তের সঙ্গে শুটিং সেরে ফেলেছেন তিনি। তারপর বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গেও ম্যান-ভার্সেস ওয়াইল্ডের স্ক্রিন শেয়ার করেছেন গ্রিলস।

এবার বিরাটের পালা৷ শোনা যাচ্ছে, নিউজিল্যান্ড সফর শেষে কোহলি দেশে ফেরার পর ভারত অধিনায়কের সঙ্গে শুটিং করতে দেখা যাবে অ্যাডভেঞ্চার প্রিয় গ্রিলসকে৷ 

শুধুমাত্র বিরাট নয়, একই সঙ্গে বলিউড ‘ডিভা’ দীপিকা পাডুকোনের সঙ্গেও শুটিং করবেন গ্রিলস। বিরাটের ফিটনেস সম্পর্কে অবগত ক্রিকেটপ্রেমীরা৷ তাই গ্রিলসের সঙ্গে কোহলির জঙ্গল অভিযান কেমন জমে, তা দেখতে উদগ্রীব বিরাট ফ্যানরা।

Bootstrap Image Preview