Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগ থানার বির্তকিত ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:১৪ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:১৪ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সেনবাগ থানার বির্তকিত ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা। তিনি জানান সেনবাগ থানার ওসি মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে সেনবাগ থানার ওসির মিজানুর রহমানের বিরুদ্ধে উপজেলা যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন রাসেলকে থানায় ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতনেড অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র আবু জাফর টিপু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির,সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অপর দিকে একই অভিযোগ এনে, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন,উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর।এ সময় উপস্থিত ছিলেন,সেনবাগ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন,সাধারণ সম্পাদক ফখর উদ্দিন। যুবলীগ নেতা রাসেলকে থানায় ডেকে নিয়ে নির্মম নির্যাতন ও ওসি মিজানুরের বিতর্কিত কর্মকান্ডের নিউজ প্রচারকারী সাংবাদিকদের তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পোষ্য সাংবাদিক হিসেবে আখ্যায়িত করেছেন।

গত ১৯ জানুয়ারি উপজেলা আওয়ামী যুবলীগ লীগের নেতা মোজ্জামেল হোসেন রাসেলকে থানা হাজতে নির্মম নির্যাতন করে। ঘটনার দিন দুপুরে থানায় যেতে বলেন এবং একা যেতে বলেন। সেখানে যাওয়ার পর ওসির রুমে দরজা বন্ধকরে রোল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং সে অকথ্য ভাষায় গালাগালি করে এবং সে আওয়ামীলীগ, যুবলীগ নিয়েও গালমন্দ করে।

এক পর্যায়ে ওসি গুলি করবে বলেও হুশিয়ারি করে। বিকাল ৩টা দিকে তাকে চেড়ে দেওয়ার সময় ওসি শর্ত দেয় তুই যদি কাউকে এ বিষয়ে বললে তোকে ক্রসফায়ারে দিবো। রাসেল ঢাকা যাওয়ার আগে এসপি অফিসে গিয়ে এসপি ও এএসপিকে বিষয়টি লিখিতভাবে অবগত করেন।

Bootstrap Image Preview