Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় সন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০১:২৫ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০১:২৫ PM

bdmorning Image Preview


দ্বিতীয় সন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। মঙ্গলবার সরফরাজ ও তার স্ত্রী সায়িদা খুশবখতের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সদ্যজাত কন্যার ছবি পোস্ট করেছেন সরফরাজ। লিখেছেন, ‘কন্যা সন্তানের বাবা হলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ!’ ছবিতে দেখা যায়, সরফরাজের ছেলে আবদুল্লাহ তার কোলে ছোট্ট বোনকে নিয়ে আছেন।

টুইটারে পোস্টটি প্রকাশ হওয়ার পরই তার নিচে অভিনন্দনের বন্যা বয়ে যেতে থাকে। ঘনিষ্ঠজন, ভক্ত-সমর্থকসহ সকল শুভাকাঙ্খী নতুন অতিথিকে শুভকামনা জানিয়েছেন।

২০১৭ সালে এই সরফরাজের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। তবে পরের দুই বছর অধিনায়ক হিসেবে তেমন ভালো করতে পারেননি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ফলে গত বছরের অক্টোবরে নেতৃত্ব হারান।

অধিনায়কত্ব হারানোর সঙ্গে দলে জায়গাও হারিয়ে বসেন সরফরাজ। তারপর আর ফিরতে পারেননি। এখন পর্যন্ত জাতীয় দলের বাইরেই আছেন।

Bootstrap Image Preview