Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্রায়ান্টের মৃত্যুতে সাবেক এবং বর্তমানে শোকের ছায়া বিশ্ব ক্রীড়াঙ্গনে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০১:৪১ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০১:৪১ PM

bdmorning Image Preview


রবিবার (২৬ জানুয়ারি) হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। বিশ্বের জনপ্রিয় এই ক্রীড়াবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা।

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর ফেসবুকে ব্রায়ান্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই কিংবদন্তির অকাল মৃত্যুতে তিনি শোকাহত। ব্রায়ান্টের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।

সাকিব লিখেছেন, 'যতই প্রতিভা থাকুক না কেনো, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা। কোবি ব্রায়ান্ট এর মতো কিংবদন্তিরা তাই কখনোই হারিয়ে যান না। তাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে। তাঁর অকাল মৃত্যুতে আমি প্রচন্ড শোকাহত। সেইসাথে তাঁর পরিবারের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা।'

ভারতের অধিনায়ক বিরাট কোহলি ব্রায়ান্টের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই সংবাদটা শোনার পর নিজেকে পুরোপুরি বিধ্বস্ত মনে হচ্ছে। হাঁটতে শেখার পর থেকেই তাকে নিয়ে অনেক স্মৃতি জমা আছে আমার। মুগ্ধ হয়ে দেখতাম বাস্কেটবল কোর্টে এই জাদুকর কিভাবে প্রতিপক্ষকে নিয়ে খেলতেন। জীবনটা সত্যিই খুব অনিশ্চিত এবং পরিবর্তনশীল। এই দুর্ঘটনায় তার মেয়েও নিহত হয়েছে, যা খুবই দুঃখজনক। সত্যিকারার্থেই হৃদয়টা ভেঙে গেছে আমার। তাদের আত্মা শান্তি পাক। তার পরিবারের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা আমাদের।’

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, ‘কোবি ব্রায়ান্ট মৃত্যুবরণ করেছে, এটা শোনার পরই বিশাল এক ধাক্কা খেয়েছি। স্তব্দ হয়ে পড়েছি। তার মতো একজন গ্রেট বাস্কেটবল খেলোয়াড় মৃত্যুবরণ করলো! এটা আমাদের অনুভূতিতে আসা প্রয়োজন যে, জীবন কতটা অনিশ্চিত। আরআইপি লিজেন্ড।’

অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন টুইট করেছেন ব্রায়ান্টের স্মরণে। তিনি লিখেন, ‘সবার মতো, আমিও কোবি ব্রায়ান্ট এবং তার ১৩ বছর বয়সী মেয়ের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ, শোকার্ত এবং হতবাক হয়ে পড়েছি। তার পরিবার এবং স্বজনদের এই বেদনার্ত মুহূর্তে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই বলার নেই।'

পাকিস্তানের সাবেক পেসার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক শোয়েব আখতারও ব্রায়ান্টকে হারানোর শোকে কাতর হয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা একজন কিংবদন্তিকে হারালাম।’

Bootstrap Image Preview