রি-হ্যাবের মধ্যে আছেন টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া।কিন্তু এই রি-হ্যাবের মধ্যে থেকে জাতীয় দলে ফেরার যত না চেষ্টা চালাচ্ছেন, তার চেয় বাগদত্তা নাতাসার সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি বান্ধবীর কাঁধে মাথা রেখে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করার পর শুক্রবার নাতাসার সঙ্গে লাভ-আপ ছবি পোস্ট করেন হার্দিক।এই ছবিতে হার্ট-আই ইমোজি দিয়ে কমেন্ট করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা৷
২০২০ বছরের প্রথম দিনেই বলিউড তথা সার্বিয়ান মডেল নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে এনগেজমেন্টের ঘোষণা করেন হার্দিক৷ সম্পর্কের শুরু থেকেই অনুরাগীদের রিলেশনশিপ গোলের নয়া সংজ্ঞা শেখাতে থাকেন টিম ইন্ডিয়ার এই অল-রাউন্ডার৷ চোটের জন্য চার মাস ভারতীয় দলের বাইরে মুম্বইয়ের বছর ছাব্বিশের এই ক্রিকেটার৷