Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাল দখলমুক্ত করতে কোম্পানীগঞ্জে উচ্ছেদ অভিযান,প্রশংসায় ভাসছেন মেয়র!

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০৭:৪১ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০৭:৪১ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রভাবশালীদের দখলকৃত শঙ্কর বংশী খালের  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকাল  ১০ টার দিকে বসুরহাট বাজারের মাঝে বয়ে যাওয়া শঙ্কর বংশী খালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াছিন,অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান প্রমুখ।
গত ডিসেম্বরে সচিবালয়ে পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে সারাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে খাল-নদী ও জলাশয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে মতবিনিময় ও দিকনির্দেশনা দিয়েছেন পানিসম্পদ সচিব।

অভিযান সুত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী খাল থেকে  নির্দিষ্ট দূরত্ব রেখে ভবন করতে হয়। কিন্তু এসব ভবন তো তা অনুসরণ করেনি। উল্টো ভবন নির্মাণের জন্য খালের জায়গা দখল করেছে। তাই এসব ভবন ভেঙে ফেলা হচ্ছে।

এদিকে বসুরহাট পৌরমেয়র আবদুল কাদের মির্জা বলেন,খালের ভিতর থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দখলদাররা যতোই ক্ষমতাধর হোক না, পার পাবে না।

অন্যদিকে পৌরমেয়র আবদুল কাদের মির্জার উদ্যোগে বসুরহাট বাজারে সড়ক দখল করা দোকান গুলোর ক্ষেত্রে ও যত্রতত্র গাড়ী পার্কিং রোধ করণ ও পরিষ্কার পরিচ্চন্ন রাখতে গত কয়েকদিন যাবত অভিযান অব্যাহত রয়েছে।এছাড়া বাজারের আশপাশে মাদকের আখড়া গুলোতে নিয়মিত মেয়র এবং পুলিশের উপস্থিতিতে অভিযান চালানো হচ্ছে ।এর ফলে উপজেলার সর্ববৃহৎ এ বাজারের চিত্রই পাল্টে গেছে।

স্থানীয় জনসাধারন জানান,  মেয়র আবদুল কাদের মির্জার মাদক বিরোধী অভিযান ও সড়ক দখল রোধ, খাল দখলমুক্ত করার এ অভিযানে তারা খুশি। তবে যেনো না থামে সেটায় তারা প্রত্যাশা করেন।

Bootstrap Image Preview