Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুলিশের হাতে আটক মোশাররফ করিম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৮:৪৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


দেশীয় টেলিভিশনের মুকুটবিহীন সম্রাট মোশাররফ করিমকে গ্রেফতার করেছে পুলিশ। বছরের শুরুতে প্রিয় অভিনেতার গ্রেফতারের খবর শুনে মোশাররফ ভক্তরা হতাশ হতে পারেন। তবে ভক্তদের চিন্তার অবসান ঘটিয়ে জানানো যাচ্ছে বাস্তবে নয়, একটি নাটকের দৃশ্যে এমনটা ঘটেছে।

মুরসালিন শুভর পরিচালনায় ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নাটকটিতে দেখা যাবে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার হাতে মোশাররফ করিম গ্রেফতার হয়েছেন। এই নাটকের মাধ্যমেই চলতি বছরের কাজ শুরু করেছেন দুই তারকা। সম্প্রতি উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘তিশা আর আমি একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছি। এবারের নাটকের গল্পটি একটু ভিন্ন। বেশ ভালো লাগার মতো বলেই এতে অভিনয় করলাম। বছরের প্রথমে দারুণ একটি কাজ হয়েছে। আশা করি, নাটকের গল্পটি দর্শকদেরও ভালো লাগবে।‘

উল্লেখ্য, মুহম্মদ আবু রজীনের চিত্রনাট্যে নির্মিত এই নাটকটি আসছে ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

Bootstrap Image Preview