Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএল বাজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৩:৪৬ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট নিয়ে জুয়া খেলায় কুড়িগ্রামে ৯৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও উলিপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৭৮০টাকা, ২১টি মোবাইল সেট, সাতটি টিভি ও একটি ক্যারামবোর্ড জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) জানান, রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও উলিপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় বিপিএলে বাজি খেলার অভিযোগে ৯৮ জনকে আটক করা হয়।

এদের মধ্যে উলিপুর উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রবেশনার) উলিপুর সার্কেলের আল মাহমুদের নেতৃত্বে বিপিএলে জুয়াবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে হাতিয়া ইউনিয়নের চৌমহণী থেকে চারজন, ধামশ্রেণি ইন্দ্রারপাড় থেকে ৭ জন ও পৌরসভার কাজিরচক থেকে ২২জনকে আটক করা হয়। এসময় ১৮টি মোবাইল ফোন সেট, তিনটি টিভি ও একটি ক্যারামবোর্ড জব্দ করে।

এছাড়াও ডিবি পুলিশ উলিপুর উপজেলার ময়নার বাজারে মোনায়েমের হোটেলে অভিযান চালিয়ে বিপিএল জুয়া খেলারত ১৯জন জুয়ারিকে গ্রেফতার করে।

অপরদিকে নাগেশ্বরী উপজেলায় এএসপি (প্রবেশনাল) আশরাফ আলীর নেতৃত্বে উপজেলার মনিয়ারহাট, কান্দুরাহাট ও দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়ারীসহ তিনটি মোবাইল ও দুটি টিভি জব্দ করে।

এদিকে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমানের নেতৃত্বে সদর উপজেলার কাঁঠালবাড়ী থেকে ১৮জন ও মোগলবাসা থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি টিভি ও একটি মোবাইলসেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আরও জানান, বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি। এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের শনিবার জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview