ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। বিশ্বকাপের পর অ্যাশেজে খেলেছেন টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। পেয়েছেন বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদের স্বীকৃতি। কিন্তু সোনায় মোড়ানো ২০১৯ সালের সব সাফল্য হাসিমুখে বিনিময় করতে এক পায়েরাজি বেন স্টোকস।
সব কিছুর বিনিময়ে বাবাকে সুস্থ দেখতে চান ইংলিশ অলরাউন্ডার। ছেলের খেলা দেখতে দক্ষিণ আফ্রিকা সফরে এসে গুরুতর অসুস্থ হয়ে জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে জেড স্টোকসকে। জীবন নিয়েই টানাটানি শুরু হয়েছিল।
এর মধ্যেই সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট খেলেছেন স্টোকস। শুক্রবার কেপটাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। অবস্থা আগের চেয়ে একটু ভালো হলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন জেড স্টোকস। এ পরিস্থিতিতে মাঠের সব সাফল্যই অর্থহীন মনে হচ্ছে স্টোকসের
কাছে, ‘কেউ যদি বলত, এই গ্রীষ্মে তোমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছু আমি নিয়ে নেব। বিনিময়ে তোমার বাবা সুস্থ থাকবে এবং মাঠে বসে তোমার খেলা দেখবে, আমি হাসিমুখে রাজি হয়ে যেতাম।’