Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রকাশ্য চুমু, আলোচনায় রাজ-শুভশ্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ১২:৪১ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ১২:৪১ PM

bdmorning Image Preview


আলোচনায় রাজ-শুভশ্রী- ২০১৮ সালের ১১ মে বিয়ে করেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। বিয়ের প্রায় দুই বছর পার হতে চললো। চুটিয়ে সংসার করছেন তারা।

বিয়ের পর নতুন ছবির কাজও করেছেন। বিয়ের পর রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী অভিনীত ‘পরিণীতা’ ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে। মাঝে মধ্যে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসেন তারা। দেশে-বিদিশে একসঙ্গে ঘুরে বেড়ান তারা।

২০২০ সালের প্রথম দিনই ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে আলোচনায় এই জুটি। প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন তারা। এমনই এক ছবি পোস্ট করেছেন শুভশ্রী। এই ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘জীবন খুব সুন্দর।’ প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা।’

নতুন বছরকে সামনে রেখে কালো লেদার জ্যাকেটে সেজেছিলেন রাজ। স্বামীর সঙ্গে মিল রেখেই কালো লেদার শর্ট ড্রেসে পাওয়া গেছে শুভশ্রীকে। ছবিটিতে দেখা যাচ্ছে একরাশ ভালোবাসা নিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছেন, ঠোঁটে চুমু খাচ্ছেন।

ছবিটি প্রকাশ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়েছে। শীতের ঠান্ডা বাতাসে উষ্ণতা ছড়িয়ে চলছে এই ছবি। রাজ-শুভশ্রী ভক্তরা কমেন্টের ঘরে শুভ কামনা জানিয়েছেন তাদের।

বিকেলেই সিলেটে বসছে বিপিএল চতুর্থ পর্বের আসর

আজ বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে দেশের সবচেয়ে মেগা ক্রিকেট আসর বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ পর্বের খেলা। অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বুধবার সিলেটে এসে পৌঁছেছেন।

বিপিএল উপলক্ষে এবার সিলেট স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে। আগে এ স্টেডিয়ামে আসন সংখ্যা ছিল ১৩ হাজার ৫৩৩টি। বর্তমানে স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারি দ্বিতল করা হয়েছে। এ নতুন গ্যালারিতে আসন সংখ্যা থাকছে তিন হাজার ৬৬০টি। ৬১৫ ফুট দৈর্ঘ্য এবং ৪৮৫ ফুট প্রস্থের স্টেডিয়ামে সবমিলিয়ে আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১৭ হাজার ১৯৩টি।

এবারের বিপিএল-এ সিলেটের যত খেলা

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স মুখোমুখি হবে।

পরদিন শুক্রবার (৩ জানুয়ারি), দুপুর ২টায় ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স এবং সন্ধ্যা ৭টায় সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স।

এরপর দিন শনিবার (০৪ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস মুখোমুখি হবে।

Bootstrap Image Preview