Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাভাস্কারকে দেয়া জমি ফেরত চায় সরকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


সুনীল গাভাস্কার ক্রিকেট ফাউন্ডেশন ট্রাস্টকে দেয়া জমি ফেরত চায় মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (এমএইচএডিএ)। ১৯৮৮ সালে বান্দ্রায় ২১ হাজার ৩৪৮ বর্গফুট জমি দিয়েছিল তারা।

কিন্তু তিন দশক পেরিয়ে গেলেও সেই জমিতে গাভাস্কারের ক্রিকেট একাডেমির কাজ শুরু হয়নি। যেমন ছিল ঠিক তেমনই পড়ে রয়েছে। ফলে জমিটি ভারতীয় ক্রিকেট কিংবদন্তির কাছ থেকে ফেরত চাওয়া হচ্ছে।

এমএইচএডিএ'র সহসভাপতি এবং মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা মিলিন্দ মাহিস্কর জানান, জমি ফেরত নেয়ার জন্য সরকারের কাছে ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছি আমরা।

৩১ বছর আগে গাভাস্কার ট্রাস্টকে জমি দেয়ার সময় শর্ত ছিল,এটি পাওয়ার ৩ মাসের মধ্যে একাডেমির নির্মাণ কাজ শুরু করতে হবে। আর ৩ বছরের মধ্যে কাজ শেষ করতে হবে। কিন্তু সেই কাজ এখনও শুরু না হওয়ায় জমি ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য আশিস শেলার এমএইচএডিএ'র জমি ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত সমর্থন করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি দিয়েছেন।

তিনি বলেন,গাভাস্কারের ক্রিকেটীয় প্রজ্ঞা নিয়ে নিয়ে আমরা গর্বিত। কিন্তু জমি দেয়ার পরে তিন দশক পেরিয়ে গেলেও এর কাজ শুরু হয়নি। এ অবস্থায় এমএইচএডিএ যদি সেই জমিতে ক্রিকেট একাডেমি তৈরির সিদ্ধান্ত বহাল রাখে তা হলে একে আমি সমর্থন জানাচ্ছি।

Bootstrap Image Preview