সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিন আজ। প্রিয় মানুষের এই বিশেষ দিনটাকে আরও বেশি বিশেষ করে রাখতে চান টাইগার অলরাউন্ডার। এরমধ্যে নিজের ফেসবুক পেজে শিশিরকে নিয়ে দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস।
যেখানে তিনি লিখেছেন, ‘তোমার জন্মদিনেই তোমাকে দুঃখিত বলার নিখুঁত সুযোগ। তুমি যে সব ত্যাগ করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ। সব কিছুর জন্যই আমি তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন।’
উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতিয়েছেন সাকিব। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।