Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জমি সংক্রান্ত বিরোধ: ভাতিজার হাতে চাচা খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা আরমান খানকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরমান খানের পরিবারের অভিযোগ পৈত্রিক সম্পত্তির ভোগ দখল নিয়ে দীর্ঘদিন ধরে ভাই-ভাতিজাদের সাথে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে আজ বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র বাগবিতণ্ডার এক পর্যায়ে আরমান খানের ভাইয়ের ছেলে চুন্নু খান ও মুন্নু খান পিটিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পরিবারের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেই বলছে চাচা ভাতিজার বাগবিতণ্ডা শেষে চাচা আরমান খান বাড়িতে আসার পর অসুস্থ পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোণিা করেন। তবে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview