Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়ে না পেয়ে সেক্স ডলকে বিয়ে করলেন যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


শত খুঁজেও বিয়ের জন্য পছন্দমতো মেয়ে না পেয়ে হতাশ ২৭ বছরের যুবক জুন কোরিয়া। তাই বাধ্য হয়ে সেক্স ডলকে বিয়ে করেছেন তিনি।

জানা যায়, চাকরীর জন্য সাউথ কোরিয়া থেকে বেজিংয়ে এসেছিলেন জুন। বহু বছর ধরেই এই শহরে বসবাস করছেন তিনি। একটার পর একটা প্রেম, তারপর আঘাত পেয়ে জুন ঠিক করে আর মেয়েদের সঙ্গে প্রেম করবেন না। কিন্তু শরীরটা মেয়ে সঙ্গ চায়। তখনই তিনি অর্ডার দিলেন সেক্স ডলের।

জুন জানায়, প্রথম প্রথম শুধু এই সেক্স ডলের সঙ্গে শরীরী খেলায় মেতে উঠতাম। কিন্তু এখন প্রেমে পড়ে গিয়েছি। এই পুতুলই আমার প্রেমিকা। একে নিয়ে আমি নানা জায়গায় ঘুরে বেড়াই। একসঙ্গে শপিং করি, ডিনার করি, ঘুম থেকে উঠে একসঙ্গে স্নানও করি। আমি খুব ভালো আছি। খুব শান্তি করে তাকে জড়িয়ে ঘুমাতে পারি।

জুন এই সেক্স ডলের নাম রেখেছেন ইভা। ২০১৪ সালে ইভা তার বাড়িতে আসে। আর সেই থেকে ইভাই জুনের জীবনসঙ্গীনী।

Bootstrap Image Preview