Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্লাসে শিক্ষিকার পোশাক দেখেই সব শিখে যান শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৭ PM

bdmorning Image Preview


বিজ্ঞান ক্লাসে এমনিতেই আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। তার ওপর যদি শিক্ষক সহজভাবে বুঝাতে না পারেন তাহলে মহাবিপদে পড়তে হয় শিক্ষার্থীদের। তবে শিক্ষক যদি চান তাহলে কঠিন জিনিসকেই সহজভাবে বুঝে নিতে পারে শিক্ষার্থীরা। তেমনই একটি উদাহরণ তৈরি করেছেন স্পেনের শিক্ষিকা ভেরোনিকা ডোকিউ।

প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন ভেরোনিকা। বর্তমানে তিনি প্রাইমারির বাচ্চাদের বিজ্ঞান, ইংরাজি, স্প্যানিশ ও সমাজবিদ্যা পড়ান। সম্প্রতি স্কুলে মানব শারীরবিদ্যার ক্লাস ছিল তার। সেই ক্লাস নিতে গিয়ে তিনি পরেছিলেন বিশেষ ধরনের এক পোশাক।

সেই পোশাকের মাধ্যমেই ফুটে উঠছে অন্ত্র, পাকস্থলি, ফুসফুস, হৃৎপিন্ড ছাড়াও দেহের বিভিন্ন পেশিতন্ত্র। এই পোশাক সহজেই বুঝিয়ে দিচ্ছে আমাদের দেহের কোথায় কী অঙ্গ কেমন ভাবে রয়েছে।

ভেরোনিকার এই বিশেষ সাজের ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন তার স্বামী মাইকেল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ ছাত্রদের মানবশরীর ব্যাখ্যা করছিল ভেরোনিকা। তাকে স্ত্রী হিসাবে পেয়ে আমি খুব গর্বিত।’

Bootstrap Image Preview