Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্যাংক লুট করে টাকা বিলিয়ে বড়দিনের শুভেচ্ছা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৫০ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


বড়দিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব মেতেছে আনন্দ উৎসবে। বিশেষ এ দিনে একে অন্যকে শুভেচ্ছা জানাতে নানা আয়োজনও করেছেন কেউ কেউ। তবে ব্যাংক লুট করে সেই টাকা মানুষের মধ্যে বিলিয়ে বড়দিনের শুভেচ্ছা জানানোর ঘটনা কমই আছে।

তবে এমনই এক কাণ্ড করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বসবাসকারী ডেভিড ওয়েন অলিভার নামের ৬৫ বছর বয়সী এক ব্যক্তি।

কলোরাডো স্প্রিং পুলিশ জানিয়েছে, বড়দিনে ঠিক দুই দিন আগে অর্থাৎ সোমবার দুপুরে সাদা দাঁড়িওয়ালা এক ব্যক্তি কলোরাডো স্প্রিং একাডেমি ব্যাংকে ঢুকে টাকা লুট করে। তারপর ব্যাগভর্তি সেই টাকা চারিদিকে ছড়িয়ে পথচারীদের উদ্দেশে বলতে থাকে, ‘মেরী, ক্রিসমাস’।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাকা ছড়ানোর কিছুক্ষণ পর ওই ব্যক্তি স্থানীয় একটি কফিশপের সামনে বসে পড়ে এবং পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে।

তবে ডেভিডের লুট করা সেই টাকা পথচারীদের আকৃষ্ট করেনি মোটেও। বরং পথচারীরা রাস্তায় পড়ে থাকা সেই সব অর্থ উঠিয়ে আবারও স্থানীয় ব্যাংকে জমা দিয়েছেন বলেই জানা গেছে।

নিছক মজা করতে, নাকি অন্য কোনো কারণে ডেভিড এমন কাণ্ড ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।

Bootstrap Image Preview