Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ বছর পর ফিরছেন সানিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


দুই বছরেরও বেশি সময় প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে আছেন সানিয়া মির্জা। অবশেষে কোর্টে ফিরছেন ভারতীয় টেনিস সেনসেশন। শুধু পেশাদার সার্কিটের ব্যক্তিগত ইভেন্টেই নয়, দেশের হয়েও প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

ফেড কাপের জন্য ৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। তাতে নাম রয়েছে সানিয়ার। সবশেষ ২০১৬ সালে দেশের হয়ে ফেড কাপে প্রতিনিধিত্ব করেন তিনি। এ নিয়ে দীর্ঘ চার বছর পর টুর্নামেন্টের আঙিনায় পা রাখছেন ছয়টি গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকা।

সানিয়া ছাড়া ফেড কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন সিঙ্গেলস স্পেশালিস্ট অঙ্কিতা রায়না। এ ছাড়া রয়েছেন রিয়া ভাটিয়া, রুতুজা ভোঁসলে ও কর্মন কউর থান্ডি। রিজার্ভ প্লেয়ার আছেন সৌজন্য ব্যাভিশেট্টি। সাবেক ডেভিস কাপার বিশাল উপ্পল প্লেয়িং ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন। কোচ নিযুক্ত হয়েছেন সাবেক ফেড কাপার অঙ্কিতা ভামব্রি।

অঙ্কিতার সিঙ্গেল র‌্যাংকিং এ মুহূর্তে ১৮০। ব়্যাংকিংয়ের নিরিখে তিনি ভারতীয় দলের এক নম্বর তারকা। রিয়ার ডব্লিউটিএ র‌্যাংকিং ৩৭৯। রুতুজার বিশ্ব র‌্যাংকিং ৪৬৬। কর্মন এখন বিশ্বের ৫৬৮ নম্বর টেনিস তারকা।

সবশেষ ২০১৭ সালের অক্টোবরে পেশাদার সার্কিটে খেলতে নামেন সানিয়া। মাতৃত্বকালীন ছুটি নিয়ে এর পর প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে রয়েছেন তিনি। আসন্ন হবার্ট ইন্টারন্যাশনালে বিশ্বের ৩৮ নম্বর তারকা নাদিয়া কিচেনকের বিপক্ষে নামছেন ৩৩ বছর বয়সী তারকা।

সাময়িক অবসরে যাওয়ার আগ পর্যন্ত বর্ণময় উজ্জ্বল ক্যারিয়ারে ডাবলস ও মিক্সড মিলিয়ে মোট ছয়টি গ্র্যান্ডস্ল্যাম জেতেন সানিয়া। সুইস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে হাতে তুলেছেন ঐতিহ্যশালী ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের শিরোপা। এতে ব়্যাংকিংয়ের শীর্ষে পৌঁছেন তিনি।

Bootstrap Image Preview