Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে পাওনা টাকার জন্য বন্ধুকে রগ কেটে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


টাকা পাওনা দাবি করে গাজীপুরে আরিফ হোসেন (২৫) নামে এক স্টকলট ব্যবসায়ীকে হাতের রগ, আঙ্গুল কেটে ও কুপিয়ে খুন করেছে বন্ধুরা।

রবিবার (২২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় মৃত শাহজাহান খানের ছেলে ইয়াসিনকে (২৬) আটক করেছে পুলিশ।

নিহত আরিফ হোসেন (২৫) চান্দনা পূর্বপাড়া এলাকার বাচন আলীর ছেলে। তার গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরিফ প্রায় ১৫ বছর ধরে নগরীর চান্দনা পূর্বপাড়া এলাকায় জমি কিনে বসবাস করে বিভিন্ন গার্মেন্টসে স্টকলটের ব্যবসা করতেন। এক সময় স্থানীয় ইয়াসিন, শামীমদের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল।

টাকা পাওনা দাবি করে তারা বোরবার রাতে আরিফকে আটকে রেখে ফোনে আরিফের স্ত্রীর কাছে টাকা চায়। পরে আরিফের স্ত্রী ও স্বজনরা বিকাশের মাধ্যমে তাদের ৩০ হাজার টাকা দেয়। একপর্যায়ে রাত ১টার দিকে তারা ফের ফোন করে আরিফ আহতবস্থায় চান্দনা পূর্বপাড়া এলাকার একটি বাগান বাড়িতে পড়ে আছে বলে জানায়।

পরে স্বজনরা আরিফকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান।

জিএমপি বাসন থানার এসআই মো. ইব্রাহিম খলিল জানান, নিহতের দুই হাতের রগ ও আঙ্গুল কাটা এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জিএমপি বাসন থানার ওসি একেএম কাউসার চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত ইয়াসিনকে আটক করা হয়েছে। ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Bootstrap Image Preview