Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বোলারদের জন্য এমন উইকেটকেই আদর্শ:মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ AM

bdmorning Image Preview


সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরে ঢাকা বা চট্টগ্রামে ধীরগতির উইকেট দেখা যায়। যদিও এর ব্যতিক্রম হচ্ছে এবার। ঢাকা বা চট্টগ্রাম- দুই জায়গাতেই দেখা যাচ্ছে বড় স্কোরের ম্যাচ। যেমনটা দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এবারের বঙ্গবন্ধু বিপিএলে আইপিএল মানের উইকেট পাওয়ায় সন্তুষ্ট মাশরাফি বিন মুর্তজা।

ঢাকা প্লাটুনের অধিনায়ক মনে করছেন এসব উইকেটে খেলে নিজেদের সামর্থ্য সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হবে দেশি বোলাররা। যা বিশ্বমঞ্চে তারা কাজে লাগাতে পারবে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে বোলারদের জন্য এমন উইকেটকেই আদর্শ মানছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।  

এ ছাড়া ব্যাটিং উইকেটে রান পেলে সেটা ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন মাশরাফি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, 'উইকেট ভালো হচ্ছে এই বিপিএলে। উইকেটের কারণে খেলা ভালো হচ্ছে। বাংলাদেশ যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে কোথাও যাবে, তখন এমন উইকেটই পাবে। বোলারদের জন্য এটা চ্যালেঞ্জ থাকবে। ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস বাড়বে। যদি হাত খুলে খেলা যায়। আইপিএলে সাধারণত যেটা হয়। আইপিএলে বোলিংয়ের অনেক অপশন থাকে।

ভালো উইকেট না পেলে আমাদের বোলাররা চিন্তা করে এই বোলিংই আমাদের শক্তি। কিন্তু এসব উইকেটে বোলিং করলে বোঝা যাবে যে শক্তির দিক আরও বাড়াতে হবে। এবার যে উইকেটগুলো পাচ্ছে খুব ভালো যে ওরা সামনের বিশ্বকাপের আগে নিজেদের অপশন তৈরি করতে পারবে।'

Bootstrap Image Preview