Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুখী দাম্পত্যের বিশ্ব রেকর্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


বিয়ের পর অনেকেরই ৮০ দিনও সুখের হয় না। আর সেখানে কিনা ৮০ বছর। দিব্যি হেসে-খেলে একসঙ্গে কাটিয়ে দিলেন জীবনের প্রায় পুরোটা সময়। তাও আবার ১০-২০-৫০ বছর নয়, পুরো ৮০ বছর। 

যুক্তরাষ্ট্রের জন হেন্ডারসন ও সারলট দম্পতি এই রবিবার পালন করেন তাদের বিয়ের ৮০ বছর। বিয়ের আশি বছর কিন্তু তাদের সম্পর্ক কিন্তু দীর্ঘ ৮৫ বছরের। এই সৌভাগ্যবান দম্পতি ৫ বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন।  

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, হেন্ডারসনের বয়স এখন ১০৬ আর সারলটের ১০৫ বছর। সবচেয়ে বেশি সময় একসঙ্গে বিবাহিত জীবন পার করায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জীবিত দম্পতির স্বীকৃতি পেয়েছেন তারা।

টেক্সাস বিশ্ববিদ্যালয়ে তারা একসঙ্গে প্রাণী-বিদ্যায় পড়েন। পড়াশোনা শেষ করে সারলট হিউসটন এলাকায় শিক্ষকতা আর হেন্ডারসন টেক্সাসের পোর্ট আর্থারে ফুটবল ও বাস্কেটবল দলের কোচ হিসেবে কাজ শুরু করেন। ১৯৩৯ সালের ২২ ডিসেম্বর হেন্ডারসন দম্পতি ভালোবাসার শুভ পরিণয় বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 

এরপর টেক্সাসের বেটাউনে সংসার পাতেন তারা। সারলট শিক্ষকতা পেশাতেই ছিলেন। আর হেন্ডারসন দীর্ঘ সময় ধরে যুক্ত থাকেন হাম্বেল ওয়েল অ্যান্ড রিফাইনিং কোম্পানিতে। তিনি ১৯৭২ সালে অবসর নেন।

দীর্ঘ সময় একসঙ্গে তাদের সুখে থাকার রহস্যগুলো জানতে ইচ্ছে করছে? হেন্ডারসন দম্পতি বলেন, সঙ্গীর প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা থাকলেই শুধু একটি সম্পর্ক সুন্দর ও সার্থক হয়। তাদের সন্তান নেই, তবে এটা নিয়ে দু'জনের কারোই মনে কোনো কষ্ট নেই। বরং তারা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করেছেন। সুস্থ থাকতে এখনো নিয়েমিত জিম করেন, স্বাস্থ্যকর পরিমিত খাবার খান ও সময় করে পছন্দের জায়গাগুলোতে ঘুরে বেড়ান। 

এত বছর একসঙ্গে আছেন, নিশ্চয় একটু-আধটু ঝগড়া তো হয়েছেই? এমন প্রশ্নের উত্তরে সারলট বলেন, তা হয়েছে, তবে আমরা কখনো নিজেদের কোনো সমস্যা পরের দিন পর্যন্ত যেতে দেইনি। আলোচনা করে সেদিনই সমাধান করেছি। 

বিবাহিত জীবন ৮০ বছর কাটানোর পরও হেন্ডারসন দম্পতি কিন্তু সব থেকে বেশি দিনের রেকর্ড এখনো ছুঁতে পারেননি। কারণ সবচেয়ে দীর্ঘ বিয়ের রেকর্ডটি জেলমাইরা ও হেরবার্ট ফিশার দম্পতির। ২০১১ সালে হেরবার্টের মৃত্যুর আগ পর্যন্ত তাদের ৮৬ বছর ২৯০ দিনের বিবাহিত জীবন ছিল।

Bootstrap Image Preview