চট্টগ্রাম থেকে: ব্যক্তিগত ফিজিও কাম ট্রেনার নিয়ে বিপিএল খেলতে এসেছেন আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালসের ক্যারিবীয় অধিনায়ক হাঁটুতে চোট বয়ে বেড়াচ্ছেন বিপিএল শুরুর আগে থেকেই। সে কারণেই সঙ্গে নিয়ে এসেছেন নিজ দেশের বিখ্যাত ফিজিও এডি এডওয়ার্ডসকে। স্প্রিন্টার উসাইন বোল্টের সঙ্গে কাজ করা এ জ্যামাইকানের খরচও বহন করছে রাজশাহী।
সোমবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে ব্যাটিং অনুশীলন সেরে ডাব হাতে পেছনের বেঞ্চে বসে পড়লেন রাসেল। সঙ্গে সঙ্গেই তার হাঁটুতে বরফ চেপে ধরলেন এডওয়ার্ডস। চোট সারাতে বেশকিছুটা সময় ধরে চলল সেবা।
ফিজিও রাসেলকে জানান, আতা গাছের পাতার রস দিয়ে বিশেষ এক ধরনের ঔষধ বানিয়ে খাওয়ালে দ্রুতই সেরে যাবে চোট।
সঙ্গে সঙ্গে রাজশাহী দলের সঙ্গে থাকা একাধিক কর্মী আতা গাছের খোঁজ করতে শুরু করলেন। বন্দরনগরীর স্টেডিয়ামটি গাছগাছালিতে ঘেরা থাকলেও পাওয়া গেল না ক্যারিবীয় ব্যাটিং দানব রাসেলের জন্য খুব দরকারি আতা গাছের সন্ধান!