Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, ফেব্রুয়ারি ২০২৪ | ৯ ফাল্গুন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টেস্ট ম্যাচ নিয়ে আমরা অনেক ভাবছি: হাবিবুল বাশার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদিও বিশ্বকাপের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও মাথা ঘামাচ্ছে তারা।

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার এমনটাই জানিয়েছেন। তিনি জানান, টেস্ট খেলুড়ে দেশ হিসেবে এই ফরম্যাট নিয়ে বাড়তি চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং টেস্টকে বেশি গুরুত্বের সঙ্গে দেখছেন বাশার। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার মানে এই নয় যে আমরা টেস্ট নিয়ে ভাবছি না। আমাদের মাথায় আছে। আমাদের প্রথম পরিচয় আমরা একটা টেস্ট খেলুড়ে দেশ। যেহেতু বিশ্বকাপ সামনে, সেক্ষেত্রে একটু বাড়তি ভাবনা থাকে, তবে টেস্ট ম্যাচকে এড়িয়ে নয়। অবশ্যই টেস্ট ম্যাচ নিয়ে আমরা অনেক ভাবছি।’

ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের পর ভারত সফরে নাস্তানাবুদ হয় বাংলাদেশ। বিরাট কোহলিদের বিপক্ষে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয় তারা। আগামী বছরের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলে সেই গ্লানি মুছতে চায় বাংলাদেশ। 

এ প্রসঙ্গে বাশার বলেন, ‘আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি। এই সিরিজ দিয়ে ভালো ফর্মে ফিরে আসার চেষ্টা করতে হবে। কারণ আমরা যদি পিছিয়ে যেতে থাকি, দেখা যাবে দুই বছর শেষে আমরা নিচের দিকেই আছি।’ 

Bootstrap Image Preview