Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, ডিসেম্বার ২০২৩ | ২০ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

থাপ্পর প্রতিযোগীতায় নতুন চ্যাম্পিয়ন বেচেস্লাভ জেজুলিয়া (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


রাশিয়ায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ‘চড় মারা’র খেলা। এ প্রতিযোগিতায় ভাসিলি খামোতস্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বেচেস্লাভ জেজুলিয়া।

চড় মারা’র খেলায় গতবার বিজয়ী হন ভাসিলি খামোতস্কি। কিন্তু এবারের প্রতিযোগিতায় প্রতিপক্ষের চড় খেয়ে প্রায় মিনি কোমায় চলে গিয়েছিলেন ভাসিলি। তবে তার পরাজয়ে ভক্তরা অবাক হয়েছেন।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রতিপক্ষের চড় খেযে ভাসিলির উল্টে পড়ার সেই ভিডিও ভাইরাল।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খেলার সময় দুই প্রতিপক্ষ একে অপরের দিকে মুখ করে দাঁড়ান। এরপর একে অপরের গালে সজোরে চড় মারেন। কিন্তু ভাসিলি চড় সহ্য না করতে পেরে পড়ে যাচ্ছিলেন। সে সময় তাকে রেফারি এসে সাহায্য করেন। পরে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন। 

সামাজিক যোগযোগ মাধ্যমে ভাসিলি বলেন, ‘আমি এখন খুব ভাল অনুভব করছি। সবকিছু ঠিক আছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

এর আগেও বিভিন্ন জায়গায় এমন চড় মারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ভাসিলি। ভাসিলি পেশায় একজন কৃষক। 
তিনি সাইবেরিয়া অঞ্চলের বাসিন্দা।

Bootstrap Image Preview