আজ ৬ ডিসেম্বর। লালমনিরহাট জেলা মুক্ত দিবস। দিবসটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় সরকারি হাই স্কুল খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপস্থিত হয়। এই র্যালিতে মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দীন, মুক্তিযুদ্ধে স্মৃতিচারণ করেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দীন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ কাসেম আলী, আওয়ামী লীগের সদর উপজেলা কমিটির আহ্বায়ক আশরাফ হোসেন বাদল, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, বিশিষ্ট সমাজ সেবী ও কবি সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।