Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণধর্ষণের অপরাধে শ্রীঘরে গায়ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৮ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


পাপ তার বাপকেও ছাড়ে না। মানুষ যত ক্ষমতাধর হোক না কেন পাপের শাস্তি তাকে পেতেই হয়। জনপ্রিয় এক গায়কের ক্ষেত্রে তেমনটিই ঘটেছে।

বিশ্বব্যাপী দক্ষিণ কোরিয়ার পপ ঘরানার মিউজিক ‘কে-পপ’ বেশ পরিচিতি পেয়েছে। সেই সঙ্গে পরিচিতি পেয়েছেন কে-পপ তারকা জুং জুন-ইয়ং। সিউল কেন্দ্রীয় জেলা আদালত গণধর্ষণের অপরাধে এই তারকাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন।

একই অপরাধে তার আরেক সঙ্গী, সুরকার চুই জং-হুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। দুজনকেই যৌন সহিংসতা চিকিৎসার জন্য ৮০ ঘণ্টার কাউন্সেলিংয়ে অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত শুক্রবার আদালতে এই রায় ঘোষণার পর দুজনেই কান্নায় ভেঙে পড়েন। এফটি আইল্যান্ড ব্যান্ডের সাবেক এই সদস্য এর আগেও ২০১৬ সালে গণধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। দুটি ভিন্ন অনুষ্ঠানে ভিন্ন দুই নারীকে ধর্ষণের প্রমাণ মিলেছে।

শুধু তা-ই নয়, মাতাল ও অচেতন ওই দুই নারীকে ধর্ষণের ভিডিও ধারণ করেছেন জুং জুন-ইয়ং। এ বছরের মার্চে ভিডিও শেয়ার করেছেন ব্যক্তিগত একটি অনলাইন গ্রুপে। সেখান থেকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ গ্রেপ্তার করে তরুণদের ‘আইকন’ এই সংগীতশিল্পী ও গীতিকারকে।

Bootstrap Image Preview