Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুয়ার চক্রে অপূর্ব-মেহজাবিনের ‘গেম ওভার’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৫:১৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview


দেশীয় টেলিভিশনের জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। চলতি বছরের মাঝামাঝি সময়ে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘গেম ওভার’ টেলিফিল্মে অভিনয় করেছেন তারা। বছর শেষে আগামী ৫ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে এটি।

শহরের মধ্যবিত্ত এক পরিবারে বাবার জুয়ার চক্রে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে গেম ওভারের মূল কাহিনী। দেখা যাবে, এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন দুজন জুয়ারি। তাদের এই ভয়ংকর খেলার নির্মম শিকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ। টেলিফিল্মটির গল্প লিখেছেন স্বরূপ চন্দ্র দে। এতে সাংবাদিক লুবনা চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। অন্যদিকে আবিদ চরিত্রে রয়েছেন অপূর্ব।

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘শ্বাসরুদ্ধকর গল্পে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এতে রয়েছে ভিন্নতার স্বাদ। টেলিফিল্মটি ৫ ডিসেম্বর লাইভ টেক ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।’

লাইভ টেকনোলজির ব্যানারে টেলিফিল্মে অপূর্ব ও মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিস প্রমুখ।

Bootstrap Image Preview