Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের পেশিবহুল ছবি ঝড় তুলল ইন্টারনেটে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা পেশিবহুল ছবি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সমগ্র ইন্টারনেট জুড়ে।

ছবিতে দেখা যায় ট্রাম্পের কঠিন পেশিবহুল শরীর। হাতে বক্সিঙের দস্তানা এবং কোমরে চ্যাম্পিয়নশিপ বেল্ট পরে বীরবেশে দাঁড়িয়ে আছেন; যেন এক পুরোদস্তুর বক্সার। তবে মুখের সাথে শরীরের নেই কোন সামঞ্জস্যতা। বরং ছবিটি দেখে মনে পরে যায় বিখ্যাত রকি থ্রি সিনেমার সিলভারস্টার স্ট্যালনের কথা। ছবির মুখ্য চরিত্র বক্সার রকি বালবোয়ার শরীরের সাথে নিজের চেহারা যুক্ত করে এমন বিকৃত ছবি নিজেই পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সিলভারস্টার স্ট্যালন রকি থ্রি’ ছবিতে বক্সারের বেশে জিতেছিলেন কোটি দর্শকের হৃদয়। আর সেই ছবির প্রধান চরিত্রকে নিয়ে ট্রাম্প আচমকা এমন ছবি কেন পোস্ট করলেন-সবার মনে এই একই প্রশ্ন। ইতিমধ্যেই ছবিটির লাইক ৫ লাখ ৪৮ হাজার, রিটুইট ১ লাখ ৬৩ হাজার, মন্তব্য ১ লাখ ২৯ হাজার হয়ে গেছে। প্রশ্ন উঠছে, মার্কিন প্রেসিডেন্ট যখন একসঙ্গে এত চাপের মুখে, তখন তিনি এ ছবি দিয়ে কি নিজের ‘শক্তিশালী’ ভাবমূর্তিকে তুলে ধরতে চাইলেন? নাকি শুধু আলোচনার জন্য ছবিই পোস্ট করলেন। ছবিটি নিয়ে তোলপাড় হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আগামী বছর মার্কিন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ বেশ সরগরম। এমন সময়ে কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি ছবি পোস্ট করলেন, তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে।  

Bootstrap Image Preview