Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেড় কোটি টাকার গাঁজাসহ পাবনায় ২ মাদক ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাবনার সদর উপজেলা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ২৩৫ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১২।  

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার আট মাইল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি পূর্বফুলমতি গ্রামের মৃত তোফাজ্জাল হোসেনের ছেলে মোঃ মাহাফুজার রহমান (৩৯) এবং একই জেলার মোঃ হায়দার আলীর ছেলে মোঃ জুয়েল রানা (২৮)।

র‌্যার-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, বুধবার রাতে বিপুল পরিমাণ গাঁজার চালান নিয়ে একটি আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী চক্র পাবনায় অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান চালায় র‌্যার।

তিনি বলেন, সদর উপজেলার আতাইকুলা এলাকায় একটি প্রাইভেট থামার সংকেত দিলে, তারা দ্রুত বেগে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের পিছু ধাওয়া করলে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় মাদক ব্যবসায়ীদের গাড়ি উল্টে যায়। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকার বেশী।
র‌্যাব আরো জানায়, মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবত ভারত থেকে গাঁজা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করত।  তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

Bootstrap Image Preview