Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়িতে কাঠবিড়ালির খাদ্যগুদাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৯:৩২ AM
আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ০৯:৩২ AM

bdmorning Image Preview


অনেক দিন পর নিজের গাড়িটি গ্যারেজ থেকে বের করে এক জায়গায় যাচ্ছিলেন হোলি পারসিক। হঠাৎ মাঝরাস্তায় গিয়ে তার মনে হলো, কিছু একটা পুড়ছে। সেই সঙ্গে তার গাড়িটি অদ্ভুত শব্দও করছে। কী ঘটছে দেখতে গিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো ওই নারীর। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি লাইব্রেরিতে যাওয়ার

সময় সম্প্রতি এই ঘটনা ঘটেছিল হোলি পারসিকের সঙ্গে। পরে তিনি গাড়ি থেকে নেমে গাড়ির সামনের দিকের ঢাকনাটা খুলে ফেলেন। আর তার পর অবাক হয়ে দেখেন যে এর ভেতরে অনেক আখরোট আর শুকনো ঘাস রাখা। তার আর বুঝতে বাকি রইল না কে এই কা- ঘটিয়েছে। বাড়ির আশপাশে ঘুরে বেড়ানো কোনো কাঠবিড়ালি শীতকালের খাদ্য জোগাড় করে গাড়িটাকে গুদাম বানিয়ে রেখেছে।

এই ঘটনার একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন হোলি পারসিকের স্বামী ক্রিস পারসিক। এর পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় অনলাইন দুনিয়ায়। ক্রিস বলেন, হোলি গাড়ির ঢাকনাটা খুলতেই ইঞ্জিনে ঘাস দিয়ে ঢেকে রাখা আখরোট পায়। ধারণা করা হচ্ছে, কোনো কাঠবিড়ালি মহাশয় সপ্তাহজুড়ে সেগুলো এখানে সংরক্ষণ করেছে।

গাড়িটি পরিষ্কার করতে এই দম্পতির এক ঘণ্টা লেগেছে বলেও জানান ক্রিস। আর ওই সময় তারা দুইশটিরও বেশি আখরোট ঘাসের ভেতর থেকে বের করেন। ক্রিস বলেন, ‘কাঠবিড়ালিটা নিশ্চয়ই রেগে যাবে আর অবাক হয়ে ভাববে, আখরোটগুলো সব কোথায় গেল!’

Bootstrap Image Preview