Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাচসাস’র ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০১৯, ১১:৫০ PM
আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১১:৫০ PM

bdmorning Image Preview


সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি(বাচসাস)। গত ২৬ জুলাই পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী এ সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক পদে ২৫৯ ভোট পেয়ে জয় লাভ করেন তরুণ প্রতিদ্বন্দ্বী রাহাত সাইফুল। বাচসাসের ইতিহাসে এত কম বয়সে এই প্রথম সাংগঠনিক সম্পাদক হিসেবে জয় লাভ করে নতুন একটি ইতিহাস রচনা করেন তিনি।

এ প্রসঙ্গে রাহাত সাইফুল বলেন, ‘বাচসাস নির্বাচনে কেউ হারেনি, জিতেছে বাচসাস। সর্বশক্তিমান মহান আল্লাহর অশেষ কৃপায় বাচসাস-এর দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করায় সম্মানিত বাচসাস সদস্যদের কাছে কৃতজ্ঞ। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আমার উপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, সত্যি আমি কৃতজ্ঞ ও দায়বদ্ধ। তাদের ভালোবাসার মূল্য রাখতে সাধ্যমতো চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে বাকি পথ পাড়ি দিতে চাই।’

গত ২৬ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী অংশ নেন। ভোটার সংখ্যা ছিল ৫৩৯। ভোট দিয়েছেন ৪৬৭ জন। এবারের নির্বাচনে সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ফাল্গুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু পেয়েছেন ১৬১ ভোট।

অন্যান্য বিজয়ীরা হলেন— সহ-সভাপতি বাদল আহমেদ (২৪৬) ও সৈকত সালাউদ্দিন (২২৮), সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ (২৫৭), অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ (২৪২), সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল (২৫৯), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শফিকুল আলম মিলন (২৬১), ক্রীড়া সম্পাদক মুজাহিদ সামিউল্লাহ (২৩০), সমাজ কল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক শ্রাবণী হাওলাদার (২৯৫), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন (২৫৬) ও দপ্তর সম্পাদক নিপু বড়ুয়া (২৩৬)। এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস ও লিটন রহমান। আগামী ২ বছর (২০১৯-২১) বিজয়ীরা সংগঠনটির নেতৃত্ব দেবেন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক আলিমুজ্জামান। সেখান আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ, মাহাবুবুর রহমান, কানাই চক্রবর্তী ও আবুল হোসেন মজুমদার।

এর আগে বাচসাস নির্বাচনে (২০১৭-২০১৯) প্রথমবার নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনিবাহী সদস্য নির্বাচিত হন রাহাত সাইফুল। বাচসাস ছাড়াও বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও সাংবাদিকদের মাদার সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য তিনি।

সাংবাদিক সংগঠন ছাড়াও বঙ্গবন্ধুর আদর্শ লালন-ধারণ করে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে গঠিত স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ-এর কার্যনিবাহী পরিষদের সদস্যও তিনি। সাংবাদিকতার ক্যারিয়ার শুরু হয় দৈনিক বার্তা প্রবাহ পত্রিকার মাধ্যমে। এর পরে বিনোদন ধারা, বিনোদন বিচিত্রা ম্যাগাজিনে কাজ করেন। এছাড়া দৈনিক যায় যায় দিন পত্রিকায় কাজ করেছেন তিনি। বর্তমানে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি.কম-এ কর্মরত আছেন তিনি।

Bootstrap Image Preview