Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নোবেলকে বিমর্ষ করে চ্যাম্পিয়ন অঙ্কিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


ভারতের জি বাংলার গানবিষয়ক রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’র এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। দাপুটে প্রতিযোগী হওয়া সত্ত্বেও তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের মাঈনুল আহসান নোবেলকে।

অনুষ্ঠান প্রচারের আগেই ফাঁস হয়ে গিয়েছিলো সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালের ফলাফল। গত রবিবার (২৮ জুলাই) রাতে জি বাংলায় অনুষ্ঠান প্রচারের পর ফাঁস হওয়া ফলাফলেরই সত্যতা পাওয়া গেলো।

সারেগামাপা’র এবারের আসরে চ্যাম্পিয়ন হন অঙ্কিতা, যৌথভাবে ১ম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল। কালিকা প্রসাদ স্মৃতি পুরস্কার পেয়েছেন সুমন মজুমদার। পুরো আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র ও মোনালি ঠাকুর।

গত বছর সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হয় ‘সা রে গা মা পা ২০১৮-১৯’ প্রতিযোগিতা। ভারত থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল আহসান নোবেল। বাকিরা নানা ধাপে ছিটকে গেলেও গোপালগঞ্জের নোবেল জায়গা করে নেন চূড়ান্তপর্বে।

Bootstrap Image Preview