Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল থেকে সন্ধা অবধি তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় (অতিথি ভবন) মিলনায়তনে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিভিন্ন গ্রামের বন্যাকবলিত পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী ও শিশুদের মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়।

বন্যা কবলিত পরিবারের লোকজনের হাতে ব্যক্তিগত হতবিল হতে ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য তুলে দেন বিএমএসএফের আর্ন্তাতিক বিষয়ক সম্পাদক, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, দি বাংলাদেশ টুডে’র সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ।

এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রৌজ আলী, প্রকল্প ইনচার্জ মো.আক্কাছ আলী, যুগান্তর স্বজন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল সহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ ও স্বজন সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview