Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, জুন ২০২৩ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুই সন্তানকে হত্যায় পিতার যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ২০১২ সালে দুই সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 

বুধবার (৩ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক সাজাপ্রাপ্ত জাকিরের উপস্থিতিতে এ রায় দেন। এছাড়া আদালত আরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত জাকির হোসেন হাওলাদার (৪৯) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন জাকির। ২০১২ সালের ৯ অক্টোবর দুপুরে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে স্ত্রী লিপি বেগম (৩০), দুই ছেলে সোহাগ (১৪) ও ইমরান (৮) এবং মেয়ে সুলতানাকে (৬) ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে জাকির।

এ সময় তাদের চিৎকার শুনে তার বড় ভাই আবুল হোসেন হাওলাদার তাদের রক্ষা করার জন্য এগিয়ে গেলে, জাকির তাকেও কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর স্থানীয়রা জখমপ্রাপ্তদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইবোন ইমরান ও সুলতানাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ওই দিন জাকিরের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় জাকিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview