Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, এপ্রিল ২০২৪ | ৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা চেয়াম্যানের বাসায় ফাঁকা গুলি

পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৪:৩০ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১২:১৮ AM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর কলাপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসানের বাসাভবনের সামনে শট গানের ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে এমন দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (১ জুলাই) রাত সোয়া নয়টায় পৌর শহরের এতিমখানা সড়কে অবস্থিত উপজেলা চেয়ারম্যানের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (২ জুলাই) বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রকিবুল আহসান জানান, তিনি বাসায় থাকাকালীন হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান। এতে তার পরিবারসহ এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। এছাড়াও তিনি প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসন ও সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানান।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আ.বারেক মোল্লা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুলসহ কলাপাড়া উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানগন।

পরে সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে এ ঘটানায় কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল আহম্মেদ ও কলাপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Bootstrap Image Preview